Mon Janona Lyrics | Asur | Jeet | Abir | Nusrat| Kolkata Bangla Song.
Mon Janona Lyrics from Asur Tollywood Song. Mon Janona Song Is Sung by Ujjaini Mukherjee And Shovan Ganguly from Asur Bengali Movie. Starring: Jeet, Abir Chatterjee, And Nusrat Jahan. Music Composed by Bickram Ghosh And Tumi Mon Jano Na Lyrics In Bengali Written by Sugato Guha. Song Programming Arrangements, Mixing and Mastering By Sayan Ganguly.
Song: Mon Janona ( মন জানে)
Movie: Asur
Singers: Ujjaini Mukherjee & Shovan Ganguly
Music Direction: Bickram Ghosh
Lyrics: Sugato Guha
Story, Screenplay & Direction: Pavel
D.O.P.: Joydip Bose
Producers: Jeet, Gopal Madnani, Amit Jumrani
Label: Grassroot Entertainment
Mon Janona LyricsKolkata Bangla Song
আমার এই একলা মনের
মেঘ সরিয়ে আজ,
আনলো কে ওই
আগমনীর সাজ।
সে যেন ডাকলো আবার
মন হারাবার লগন এলো ওই,
তোমাকে দেখে, সব ভুলে রই।
জানো না, জানো না, জানো না
তুমি মন জানো না,
মানো কি, না মানো, বলো না
তুমি মন জানো না।
আমার এই একলা মনের
মেঘ সরিয়ে আজ,
আনলো কে ঐ
আগমনীর সাজ।
সে যেন ডাকলো আবার
মন হারাবার লগন এলো ওই,
তোমাকে দেখে সব ভুলে রই।
মন জানে, তুমি মনেরই মতোন
উজান বেয়ে আসা ঢেউয়েরই মতোন।
ভাসালে কেন গো আমায়,
কেন যে ডাকে আয় চলে আয়,
কেন যে ডাকে, আয় চলে আয়।
জানো না, জানো না, জানো না
তুমি মন জানো না,
মানো কি, না মানো, বলো না
তুমি মন জানো না।
আমার এই একলা মনের
মেঘ সরিয়ে আজ,
আনলো কে ওই
আগমনীর সাজ।
মনেরই আগুনে দিন পুড়ে যায়,
কাজ ফেলে আজ যেন উড়ে যায়।
রাঙালে কেন গো আমায়,
ভুলেছি সব তোমারই আশায়।
ভুলেছি সব তোমারই আশায় ..
জানো না, জানো না, জানো না
তুমি মন জানো না,
মানো কি, না মানো, বলো না
তুমি মন জানো না।
আমার এই একলা মনের
মেঘ সরিয়ে আজ,
আনলো কে ওই
আগমনীর সাজ।
সে যেন ডাকলো আবার
মন হারাবার লগন এলো ওই,
তোমাকে দেখে সব ভুলে রই।
If You Need More Lyrics Stay Visit Our Site
Post a Comment