Keno Eto Bhabcho BD Lyrics |কেন এত ভাবছো | Imran & Palak Muchhal
BD Lyrics- Keno Eto Bhabcho, Song Is Sung by Imran Mahmudul And Palak Muchhal from Chitronattye Bithi Bangla Natok. Starring: Ziaul Faruq Apurba And Tanjin Tisha. Music Composed by Imran And Keno Eto Vabcho Lyrics In Bengali Written by Zulfiqar Russell.
Song: Keno Eto Bhabcho
Drama: Chitronattye Bithi
Singers: Imran & Palak Muchhal
Lyrics: Zulfiqar Russell
Tune & Music: Imran Mahmudul
Script & Direction: Mohidul Mohism
DOP: Kamrul Islam Shubho
Edit & Colour: Roman Ali
Producer: Sultan Mahmood
Label: Soundtrack
BD Lyrics| Keno Eto Bhabcho By Imran Mahmud & Palak Muchhal
কেন এত ভাবছো কেন?
বাধা এলে কী হবে আর,
নেই পরোয়া কোনো কিছুর
এই আনন্দ ভালোবাসার।
তোমার জন্য ভাঙতে পারি
সামনে এলে সাগর পাহাড়,
কেন এত ভাবছো কেন?
বাধা পেলে কী হবে আর।
এই হৃদয়ে তুমি আছো
সকাল বিকেল কিংবা রাতে,
সর্বনাশা ঝড় তুলে কেউ
পারবেনা তো ভাগ বসাতে।
যাচাই করে দেখতে পারো
এই মনেতে নেই কিছু আর,
নেই পরোয়া কোনো কিছুর
এই আনন্দ ভালোবাসার।
তোমার জন্য ভাঙ্গতে পারি
সামনে এলে সাগর পাহাড়,
কেন এত ভাবছো কেন ?
বাধা পেলে কী হবে আর।
ভয় করি না কোনো কিছু
বুকে তোমার মাথা রেখে,
আমার কাছে ভালো থাকে
তোমার আভা আছি মেখে।
যত কথাযই বলুক লোকে
নেই প্রয়োজন পিছু দেখার,
নেই পরোয়া কোনো কিছুর
এই আনন্দ ভালোবাসার।
তোমার জন্য ভাঙতে পারি
সামনে এলে সাগর পাহাড়,
কেন এত ভাবছো কেন ?
বাধা পেলে কী হবে আর।
Keno Eto Bhabcho BD Lyrics
If You Need More Bangla Latest Song Lyrics So you stay Visit Our Site
Post a Comment