Gorom Lage Amar Dupure Lyrics Takla Song
Bazpakhi Pressent by Gorom Lage Amar Dupure Takla Song Is Sung by Sarowar Kainat Chowdhury, G.m Ashraf And Subhro Raha from OST of Stadium Bangla Natok. Starring: Mishu Sabbir, Ziaul Hoque Polash, Sanjana Sarkar Riya, Marzuk Russell And Chashi Alam. Music Composed by Subhro Raha And Takla Song Lyrics In Bengali Written by Sarowar Kainat Chowdhury And G.M Ashraf.
Song : Takla
Drama : Stadium
Singer : Sarowar Kainat Chowdhury,
G.m Ashraf & Subhro Raha
Music : Subhro Raha
Lyrics : Sarowar Kainat Chowdhury & G.M Ashraf
Directed by : Kajal Arefin Ome
D.O.P : Tanvir Anzum
Edit & Color : Grade Arifin Sarker
Label : Club 11 Entertainment
Gorom Lage Amar Dupure Song Lyrics In Bengali
টাক টাটাক টাটাক, টাক টাটাক টাটাক, টাকলা রে
মেইন রোডে গিয়ে বাস স্টপে
দাঁড়াতেই দেখি সে যে পাশে,
আমায় দেখে মুচকি হাসে
হেল্পার হবো তার মনের বাসে,
খালি টান দিবো গাড়ি আমি ব্রুম ব্রুম
প্রেম নেশায় চোখ দুটো ঘুম ঘুম,
এটা বৃষ্টিতে দেখি সব ঝুম ঝুম
মনে প্রেমের বিট-টা বাজে বুম্বা বুম্বা বুম।
গরম লাগে আমার দুপুরে
শিহরিত তোমার নুপুরে,
ঝাঁপ দিবো আমি প্রেমের পুকুরে
কিন্তু ডুববো না..
ও মেয়ে কাছে আসো না
আমায় ভালোবাসো না,
এ মন টাকে এভাবে নিয়ে উড়াল দিও না,
ও মেয়ে কাছে আসো না
আমায় ভালোবাসো না,
এ মন টাকে এভাবে নিয়ে উড়াল দিও না রে।
আজ দেখা হোলো জ্যাম এর মাঝে
শাড়ি পরা লাল চুড়ি হাতে,
দাঁড়িয়ে আমি ঝালমুড়ি হাতে
আঁচলটা ফেঁসে গেলো রিকশার সাথে,
মামা টান দিলো রিক্সাটা ব্রুম ব্রুম
তোমার চুড়িতে আওয়াজ বাজে ঝুম ঝুম,
তোমার হাসি দেখে হয়ে গেলাম ঘুম ঘুম
মনে প্রেমের বিট-টা বাজে বুম্বা বুম্বা বুম।
গরম লাগে আমার দুপুরে
শিহরিত তোমার নূপুরে,
ঝাঁপ দিবো আমি প্রেমের পুকুরে
কিন্তু ডুববো না ..
ও মেয়ে কাছে আসো না
আমায় ভালোবাসো না,
এ মন টাকে এভাবে নিয়ে উড়াল দিও না,
ও মেয়ে কাছে আসো না
আমায় ভালোবাসো না,
এ মন টাকে এভাবে নিয়ে উড়াল দিও -
ভাইয়ার বাতাসে চুল নড়ে না
স্টেডিয়াম টা ভরে না,
ডাক্তার কবিরাজ কিছুতে কাজ করে না।
দিনের পর দিন মাথা করে চক চক
দামি তেল শ্যাম্পো লাগে না তো হট শট।
লাভ হলো না কিছু করে
টাকা সব গেলো উড়ে উড়ে,
চুল নাই তার মাথার উপরে
শান্তি মেলে না ..
ও মেয়ে কাছে আসো না
আমায় ভালোবাসো না,
এ মন টাকে এভাবে নিয়ে উড়াল দিও না,
ও মেয়ে কাছে আসো না
আমায় ভালোবাসো না,
এ মন টাকে এভাবে নিয়ে উড়াল দিও না রে।
টাক টাটাক টাটাক, টাক টাটাক টাটাক, টাকলা রে।
Post a Comment