January 2020

Kolkata (কলকাতা) Bangla Song Lyrics Anupom Roy | Prakton 


Anupam Roy’s memorial to Kolkata City- KOLKATA song from the movie Praktan (2016) – a Bengali Movie starring Prosenjit Chatterjee and Rituparna Sengupta.

Kolkata (কলকাতা) Bangla Song Lyrics Anupom Roy | Prakton 

Singer: Anupam Roy and Shreya Ghoshal
Lyricist: Anupam Roy
Music Director: Anupam Roy

Singer: Anupam Roy and Shreya Ghoshal
Lyricist: Anupam Roy
Music Director: Anupam Roy

Kolkata (কলকাতা) Bangla Song Lyrics 


কলকাতা বাংলা গানের লিরিক্স
শহর জুড়ে যেন প্রেমের মরসুম
আলোতে মাখামাখি আমার এ গ্রীনরুম
কখনও নেমে আসে অচেনা প্যারাসুট
তোমাকে ভালোবেসে আমার এ চিরকুট
শহর জুড়ে যেন প্রেমের মরসুম
আলোতে মাখামাখি আমার এ গ্রীনরুম
কখনও নেমে আসে অচেনা প্যারাসুট
তোমাকে ভালোবেসে আমার এ চিরকুট
কলকাতা, তুমিও হেটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
কলকাতা, তুমিও হেটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
যাবে কি না যাবে আমার সাথে
ঘুম ভাঙে এসপ্ল্যানেড, খোলা ভাঙে চীনেবাদাম
ঘুম ভাঙে এসপ্ল্যানেড, খোলা ভাঙে চীনেবাদাম
চেনা কোনো ঘাসের দাগ, শুয়ে থাকা কি আরাম
শহর জুড়ে যেন প্রেমের মরসুম
আলোতে মাখামাখি আমার এ গ্রীনরুম
কখনও নেমে আসে অচেনা প্যারাসুট
তোমাকে ভালোবেসে আমার এ চিরকুট
কলকাতা, তুমিও হেটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
কলকাতা, তুমিও হেটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
যাবে কি না যাবে আমার সাথে
খুজে দিতে না পারলে আড়ি
আমার ব্যোমকেশ বক্সীর বাড়ি
খুজে দিতে না পারলে আড়ি
আমার ব্যোমকেশ বক্সীর বাড়ি
তবেই তোমার কথা কলকাতা কলকাতা
সব কিছু মেনে নিতে পারি
কেন এ অসম্ভবের, ডেকে আনো আমাকে
ছুয়ে থাকে হাতটাকে, কবিতার ছাদটাকে
কলকাতা, তুমিও হেটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
কলকাতা, তুমিও হেটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
কলকাতা, তুমিও হেটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
যাবে কি না যাবে আমার সাথে

Mon Janona Lyrics | Asur | Jeet | Abir | Nusrat| Kolkata  Bangla Song.

Mon Janona Lyrics | Asur | Jeet | Abir | Nusrat| Kolkata  Bangla Song.

Mon Janona Lyrics from Asur Tollywood Song. Mon Janona Song Is Sung by Ujjaini Mukherjee And Shovan Ganguly from Asur Bengali Movie. Starring: Jeet, Abir Chatterjee, And Nusrat Jahan. Music Composed by Bickram Ghosh And Tumi Mon Jano Na Lyrics In Bengali Written by Sugato Guha. Song Programming Arrangements, Mixing and Mastering By Sayan Ganguly.

Song: Mon Janona ( মন জানে)
Movie: Asur 
Singers: Ujjaini Mukherjee & Shovan Ganguly
Music Direction: Bickram Ghosh
Lyrics: Sugato Guha
Story, Screenplay & Direction: Pavel
D.O.P.: Joydip Bose
Producers: Jeet, Gopal Madnani, Amit Jumrani
Label: Grassroot Entertainment

Mon Janona LyricsKolkata Bangla Song

আমার এই একলা মনের
মেঘ সরিয়ে আজ,
আনলো কে ওই
আগমনীর সাজ।
সে যেন ডাকলো আবার
মন হারাবার লগন এলো ওই,
তোমাকে দেখে, সব ভুলে রই।
জানো না, জানো না, জানো না
তুমি মন জানো না,
মানো কি, না মানো, বলো না
তুমি মন জানো না।
আমার এই একলা মনের
মেঘ সরিয়ে আজ,
আনলো কে ঐ
আগমনীর সাজ।
সে যেন ডাকলো আবার
মন হারাবার লগন এলো ওই,
তোমাকে দেখে সব ভুলে রই।
মন জানে, তুমি মনেরই মতোন
উজান বেয়ে আসা ঢেউয়েরই মতোন।
ভাসালে কেন গো আমায়,
কেন যে ডাকে আয় চলে আয়,
কেন যে ডাকে, আয় চলে আয়।
জানো না, জানো না, জানো না
তুমি মন জানো না,
মানো কি, না মানো, বলো না
তুমি মন জানো না।
আমার এই একলা মনের
মেঘ সরিয়ে আজ,
আনলো কে ওই
আগমনীর সাজ।
মনেরই আগুনে দিন পুড়ে যায়,
কাজ ফেলে আজ যেন উড়ে যায়।
রাঙালে কেন গো আমায়,
ভুলেছি সব তোমারই আশায়।
ভুলেছি সব তোমারই আশায় ..
জানো না, জানো না, জানো না
তুমি মন জানো না,
মানো কি, না মানো, বলো না
তুমি মন জানো না।
আমার এই একলা মনের
মেঘ সরিয়ে আজ,
আনলো কে ওই
আগমনীর সাজ।
সে যেন ডাকলো আবার
মন হারাবার লগন এলো ওই,
তোমাকে দেখে সব ভুলে রই।
If You Need More Lyrics Stay Visit Our Site 

Aagun-আগুন | Jeet | Timir Biswas | Asur | Tollywood Song lyrics

Aagun-আগুন | Jeet | Timir Biswas | Asur | Tollywood Song lyrics

Aagun BD Lyrics from Asur Tollywood Movi Song Lyrics Aagun Song Is Sung by Timir Biswas from Asur Bengali Movie. Starring: Jeet, Abir Chatterjee, And Nusrat Jahan. Music Composed by Bickram Ghosh And Agun Lyrics In Bengali Written by Sugato Guha. Song Programming Arrangements By Sayan Ganguly. Mix & Mastering by Shamik Guha Roy.

Song: Aagun
Movie: Asur
Singers: Timir Biswas
Music Direction: Bickram Ghosh
Lyrics: Sugato Guha
Story, Screenplay & Direction: Pavel
D.O.P.: Joydip Bose
Producers: Jeet, Gopal Madnani, Amit Jumrani
Label: Grassroot Entertainment

Aagun-আগুন | Jeet | Timir Biswas | Asur | Tollywood Song lyrics

একমুঠো ছাই উড়লো কোথায়
পুড়ছে কে আজ বলে দে আমায়।
আগুন মেখে দেখ, কে চলে যায়
ঝড়ের পাখি তার ঠিকানা হারায়।
কেন তোর ডানা ভাঙা মন
উড়তে যে চায়,
তুফান আসে দেখ, কোন দরিয়ায়..
জ্বলছে পৃথিবী আমার ঠিকানায়
পোড়া এ মন সে আজ চেনা দায়,
কোন খেলায় হেরে কখন
স্বপ্ন আমার হেসে ফিরে যায়।
কে ডাকে আমায়, সে আসে, কী যায়।
একমুঠো ছাই উড়লো কোথায়
পুড়ছে কে আজ বলে দে আমায়।
হাজার মনের হাজার কথায়
আজকে আমার কী আসে যায়,
যত রাগ ফেলে যাই, পথের ধারে
আলোতে সাজানো আমার কবরে।
ফিরবো না আর এ কথায়
আগুনে ছাই এ চিতায়,
কে ডাকে আমায়, সে আসে, কী যায়।
একমুঠো ছাই উড়লো কোথায়,
পুড়ছে কে আজ বলে দে আমায়।
ভাঙছে আকাশ সব ভেসে যায়
দু'হাত আমার, আগুন জ্বালায়,
হিসেব যত থাক পড়ে দুনিয়ার
মিশে যাই মাটিতে, মাটির মতোই হয়ে
রইলো যে স্বপ্ন আমার।
ফিরবো না আর এ কথায়
আগুনে ছাই, এ চিতায়।
আগুন মেখে দেখ, কে চলে যায়
ঝড়ের পাখি তার ঠিকানা হারায়।
কেন তোর ডানা ভাঙা মন
উড়তে যে চায়,
তুফান আসে দেখ, কোন দরিয়ায় ..
জ্বলছে পৃথিবী আমার ঠিকানায়
পোড়া এ মন সে আজ চেনা দায়,
কোন খেলায় হেরে কখন
স্বপ্ন আমার হেসে ফিরে যায়।
কে ডাকে আমায়,
সে আসে কী যায়..
একমুঠো ছাই উড়লো কোথায়
পুড়ছে কে আজ বলে দে আমায়।
If You need More Lyrics Of Tollywood Song Lyrics, Please Stay Visit Our site.

Keno Eto Bhabcho BD Lyrics |কেন এত ভাবছো | Imran  & Palak Muchhal


BD Lyrics- Keno Eto Bhabcho, Song Is Sung by Imran Mahmudul And Palak Muchhal from Chitronattye Bithi Bangla Natok. Starring: Ziaul Faruq Apurba And Tanjin Tisha. Music Composed by Imran And Keno Eto Vabcho Lyrics In Bengali Written by Zulfiqar Russell.

Song: Keno Eto Bhabcho
Drama: Chitronattye Bithi
Singers: Imran & Palak Muchhal
Lyrics: Zulfiqar Russell
Tune & Music: Imran Mahmudul
Script & Direction: Mohidul Mohism
DOP: Kamrul Islam Shubho
Edit & Colour: Roman Ali
Producer: Sultan Mahmood
Label: Soundtrack

BD Lyrics| Keno Eto Bhabcho By Imran Mahmud & Palak Muchhal


কেন এত ভাবছো কেন?
বাধা এলে কী হবে আর,
নেই পরোয়া কোনো কিছুর
এই আনন্দ ভালোবাসার।
তোমার জন্য ভাঙতে পারি
সামনে এলে সাগর পাহাড়,
কেন এত ভাবছো কেন?
বাধা পেলে কী হবে আর।
এই হৃদয়ে তুমি আছো
সকাল বিকেল কিংবা রাতে,
সর্বনাশা ঝড় তুলে কেউ
পারবেনা তো ভাগ বসাতে।
যাচাই করে দেখতে পারো
এই মনেতে নেই কিছু আর,
নেই পরোয়া কোনো কিছুর
এই আনন্দ ভালোবাসার।
তোমার জন্য ভাঙ্গতে পারি
সামনে এলে সাগর পাহাড়,
কেন এত ভাবছো কেন ?
বাধা পেলে কী হবে আর।
ভয় করি না কোনো কিছু
বুকে তোমার  মাথা রেখে,
আমার কাছে ভালো থাকে
তোমার আভা আছি মেখে।
যত কথাযই বলুক লোকে
নেই প্রয়োজন পিছু দেখার,
নেই পরোয়া কোনো কিছুর
এই আনন্দ ভালোবাসার।
তোমার জন্য ভাঙতে পারি
সামনে এলে সাগর পাহাড়,
কেন এত ভাবছো কেন ?
বাধা পেলে কী হবে আর।

Keno Eto Bhabcho BD Lyrics 

If You Need More Bangla Latest Song Lyrics So you stay Visit Our Site

 Bhalobasha Por Hoyeche (ভালোবাসা পর হয়েছে) BD Lyrics | Rafat Ali Khan

 Bhalobasha Por Hoyeche (ভালোবাসা পর হয়েছে) BD Lyrics | Rafat Ali Khan


BD Lyrics| Bhalobasha Por Hoyeche Song Is Sung by Rahat Fateh Ali Khan Bengali Song. Music Composed by Runa Laila And Valobasha Amar Por hoyeche Lyrics In Bengali Written by Kabir Bakul.

Song: Bhalobasha Por Hoyeche
Singer: Rahat Fateh Ali Khan
Lyricist: Kabir Bakul
Composition: Runa Laila
Music Arrangement: Raja Kaasheff
Video Director: Shahriar Polock
DOP: Nazmul Hasan
Factory: Prekkha Greeho Visual Factory
Sponsored By: The City Bank Ltd
Label: Prothom Alo

BD Lyrics Bhalobasha Por Hoyeche In Bengala

ভালোবাসা আমার পর হয়েছে,
ভালোবাসা আমার পর হয়েছে
বুকে বেদনারই ঝড় বয়েছে,
বুকে বেদনারই ঝড় বয়েছে
মন তবু সব সয়েছে।
ভালোবাসা আমার পর হয়েছে।
পূর্নিমা রাতে, হয়েছে হারাতে
ছিল না হৃদয়ে এ ভাবনা
হারিয়ে তাকে পাব না।
ভালোবাসা আমার পর হয়েছে,
ভালোবাসা আমার পর হয়েছে।
মন ভেঙে চুরে, চলে গেল দূরে
এতদিন করেছি এই ধারণা
আমারই সে অন্য কারো না।
ভালোবাসা আমার পর হয়েছে,
ভালোবাসা আমার পর হয়েছে,
বুকে বেদনারই ঝড় বয়েছে,
বুকে বেদনারই ঝড় বয়েছে
মন তবু সব সয়েছে।
ভালোবাসা আমার পর হয়েছে..

More Song Lyrics (Rafat Ali khan) রাহাত ফতেহ আলী খান গান :
Bhalobasha Amar por hoyeche,
Buke bedonari jhor boyeche,
Mon tobu sob soyeche,
Purnima raate hoyeche harate,
Chilona hridoye e vabona,
Hariye take pabo na,
Mon venge chure chole gelo dure,
Etodin korechi ei dhar,

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget