BD Lyrics | Prem Tumi (feat. Sajid Sarkar) Song Lyrics | Tahshsan| BD Latest Song
BD Lyrics | Prem Tumi (feat. Sajid Sarkar) Song Lyrics | Tahshsan| BD Latest Song
আমার কল্পনা জুড়ে
যে গল্পেরা ছিলোআড়ালে সব লুকোনোসেই গল্পেরা সবরঙিন হল পলকেতোমাকে হঠাৎ পেয়ে যেনপ্রেম তুমি আসবে এভাবেআবার হারিয়ে যাবেভাবিনিআজও আছে সেই পথ শুধু নেইতুমিবলো কোথায় আছো অভিমানী?আমার কল্পনা জুড়েযে গল্পেরা ছিলোআড়ালে সব লুকোনোসেই গল্পেরা সবরঙিন হল পলকেতোমাকে হঠাৎ পেয়ে যেনপ্রেম তুমি আসবে এভাবেআবার হারিয়ে যাবেভাবিনিআজও আছে সেই পথ শুধু নেইতুমিবলো কোথায় আছো অভিমানী?অভিমানী...সব থেকেও কি যেন নেইতোমাকে তাই খুঁজে যাইপ্রতিক্ষণেআমার ভাল লাগা গুলো সবতোমায় ভেবে সাঁজে রোজরোজ এই মনেপ্রেম তুমি আসবে এভাবেআবার হারিয়ে যাবেভাবিনিআজও আছে সেই পথ শুধু নেইতুমিবলো কোথায় আছো অভিমানী?চেয়ে থাকা দূর বহুদূরযে পথে আজও রয়ে গেছোস্মৃতির পাতায়এসোনা আর একটি বারস্বপ্ন যত সাজাতে আবারশুনছ কি আমায়?প্রেম তুমি আসবে এভাবেআবার হারিয়ে যাবেভাবিনিআজও আছে সেই পথ শুধু নেইতুমিবলো কোথায় আছো অভিমানী?প্রেম তুমি আসবে এভাবেআবার হারিয়ে যাবেভাবিনিআজও আছে সেই পথ শুধু নেইতুমিবলো কোথায় আছো অভিমানী?
Album Details
BD Lyrics | Prem Tumi (feat. Sajid Sarkar) Song Lyrics | Tahshsan| BD Latest Song
Song: Prem Tumi (feat. Sajid Sarkar)
Artist: Tahsan
Album: Prem Tumi (feat. Sajid Sarkar)
Post a Comment