August 2020

 Gorom Lage Amar Dupure Lyrics Takla Song


Bazpakhi Pressent by Gorom Lage Amar Dupure Takla Song Is Sung by Sarowar Kainat Chowdhury, G.m Ashraf And Subhro Raha from OST of Stadium Bangla Natok. Starring: Mishu Sabbir, Ziaul Hoque Polash, Sanjana Sarkar Riya, Marzuk Russell And Chashi Alam. Music Composed by Subhro Raha And Takla Song Lyrics In Bengali Written by Sarowar Kainat Chowdhury And G.M Ashraf.


Song : Takla

Drama : Stadium

Singer : Sarowar Kainat Chowdhury,

G.m Ashraf & Subhro Raha

Music : Subhro Raha

Lyrics : Sarowar Kainat Chowdhury & G.M Ashraf

Directed by : Kajal Arefin Ome

D.O.P : Tanvir Anzum

Edit & Color : Grade Arifin Sarker

Label : Club 11 Entertainment




Gorom Lage Amar Dupure Song Lyrics In Bengali

টাক টাটাক টাটাক, টাক টাটাক টাটাক, টাকলা রে

মেইন রোডে গিয়ে বাস স্টপে

দাঁড়াতেই দেখি সে যে পাশে,

আমায় দেখে মুচকি হাসে

হেল্পার হবো তার মনের বাসে,

খালি টান দিবো গাড়ি আমি ব্রুম ব্রুম

প্রেম নেশায় চোখ দুটো ঘুম ঘুম,

এটা বৃষ্টিতে দেখি সব ঝুম ঝুম

মনে প্রেমের বিট-টা বাজে বুম্বা বুম্বা বুম।


গরম লাগে আমার দুপুরে

শিহরিত তোমার নুপুরে,

ঝাঁপ দিবো আমি প্রেমের পুকুরে

কিন্তু ডুববো না..

ও মেয়ে কাছে আসো না

আমায় ভালোবাসো না,

এ মন টাকে এভাবে নিয়ে উড়াল দিও না,

ও মেয়ে কাছে আসো না

আমায় ভালোবাসো না,

এ মন টাকে এভাবে নিয়ে উড়াল দিও না রে।


আজ দেখা হোলো জ্যাম এর মাঝে

শাড়ি পরা লাল চুড়ি হাতে,

দাঁড়িয়ে আমি ঝালমুড়ি হাতে

আঁচলটা ফেঁসে গেলো রিকশার সাথে,

মামা টান দিলো রিক্সাটা ব্রুম ব্রুম

তোমার চুড়িতে আওয়াজ বাজে ঝুম ঝুম,

তোমার হাসি দেখে হয়ে গেলাম ঘুম ঘুম

মনে প্রেমের বিট-টা বাজে বুম্বা বুম্বা বুম।


গরম লাগে আমার দুপুরে

শিহরিত তোমার নূপুরে,

ঝাঁপ দিবো আমি প্রেমের পুকুরে


 

কিন্তু ডুববো না ..

ও মেয়ে কাছে আসো না

আমায় ভালোবাসো না,

এ মন টাকে এভাবে নিয়ে উড়াল দিও না,

ও মেয়ে কাছে আসো না

আমায় ভালোবাসো না,

এ মন টাকে এভাবে নিয়ে উড়াল দিও -


ভাইয়ার বাতাসে চুল নড়ে না

স্টেডিয়াম টা ভরে না,

ডাক্তার কবিরাজ কিছুতে কাজ করে না।

দিনের পর দিন মাথা করে চক চক

দামি তেল শ্যাম্পো লাগে না তো হট শট।


লাভ হলো না কিছু করে

টাকা সব গেলো উড়ে উড়ে,

চুল নাই তার মাথার উপরে

শান্তি মেলে না ..

ও মেয়ে কাছে আসো না

আমায় ভালোবাসো না,

এ মন টাকে এভাবে নিয়ে উড়াল দিও না,

ও মেয়ে কাছে আসো না

আমায় ভালোবাসো না,

এ মন টাকে এভাবে নিয়ে উড়াল দিও না রে।


টাক টাটাক টাটাক, টাক টাটাক টাটাক, টাকলা রে।

 

Dil Ko Maine Di Kasam Lyrics by Arijit Singh


BazPakhi Pressented This Time Of Romantic Song Dil Ko Maine Di Kasam Lyrics by Arijit Singh is latest Hindi song with music given by Amaal Mallik. Dil Ko Maine Di Kasam song lyrics are written by Kumaar. Its music video features Asim Riaz and Himanshi Khurana.


Song Details

Lyrics: Kumaar

Singer: Arijit Singh

Composer: Amaal Mallik



Dil Ko Maine Di Kasam Lyrics in Hindi

Dil ko maine di kasam

Na dhadke tere bina

Dil ko maine di kasam

Na dhadke tere bina

Dhadke to saari zindagi

Dhadke to saari zindagi

Yeh tadpe tere bina


Dil ko maine di kasam

Na dhadke tere bina

Dhadke to saari zindagi

Dhadke to saari zindagi

Yeh tadpe tere bina


Tujhse juda to toota jahan se

Aa kareeb aaja le loon main saansein


Tujhse juda to toota jahan se

Aa kareeb aaja le loon main saansein


 

Dooriyon mein dekha hai marke tere bina


Dil ko maine di kasam

Na dhadke tere bina

Dhadke to saari zindagi

Dhadke to saari zindagi

Yeh tadpe tere bina


Hai waqt mera ab sath tere

Jis pal nahi thi tu paas mere

Lamha gaya na woh ghuzar ke tere bina


Dil ko maine di kasam

Na dhadke tere bina

Dhadke to saari zindagi

Dhadke to saari zindagi

Yeh tadpe tere bina

 Ek Khan Pan Chaichilam Laila


kkhan Pan Chailam Song Is Sung by Laila. Music Composed by Jk Majlish And Ek Khan Pan Chailam Pan Dile Na Lyrics In Bengali Written by Pandit Ramkanai Das. Same Song Is Sung by Kamruzzaman Rabbi.Bazpakhi pressent for copyright for evry singer.


Song : Ekkhan Pan Chailam

Singer : Laila

Lyrics & Tune : Pandit Ramkanai Das

Music : Jk Majlish

DOP : Sheul Babu

Edit : Nazrul Islam

Color : S M Tushar

Label : Soundtek


Ekkhan Pan Chailam Song Lyrics In Bengali

একখান পান চাইলাম পান দিলে না

তোমার সনে কিসের পিরীতি,

একখান পান চাইলাম পান দিলেনা

তোমার সনে কিসের পিরীতি,

এগো তোমার সনে কিসের পিরীতি,

এগো তোমার সনে কিসের পিরীতি

পিরীতি গো তোমার সনে কিসের পিরীতি,

এক খান পান চাইলাম পান দিলে না

তোমার সনে কিসের পিরীতি।।


আমি প্রেম করবো না তারও সনে

যে জন প্রেমের ভাব না জানে

সেই প্রেমেতে হয় না বসতি।

এগো সেই প্রেমেতে হয় না বসতি,

এগো সেই প্রেমেতে হয় না বসতি

বসতি গো তোমার সনে কিসের পিরীতি,

এক খান পান চাইলাম পান দিলে না

তোমার সনে কিসের পিরীতি।।


আমার প্রেম করিয়া হইলো জ্বালা

না করছে জন আছে ভালা

প্রেমের বুঝি এমনই রীতি।

এগো প্রেমের বুঝি এমনই রীতি,


 


 

এগো প্রেমের বুঝি এমনই রীতি

রীতি গো তোমার সনে কিসের পিরীতি,

একখান পান চাইলাম পান দিলে না

তোমার সনে কিসের পিরীতি।।


দ্বীন রামকানাই এ বলে সুজনে সুজনে মিলে

প্রেম করলে হয় না দুর্গতি,

এগো মরণে হয় সঙ্গেরো সাথী,

এগো মরণে হয় সঙ্গেরো সাথী

সাথী গো তোমার সনে কিসের পিরীতি,

এক খান পান চাইলাম পান দিলেনা

তোমার সনে কিসের পিরীতি,

এগো তোমার সনে কিসের পিরীতি,

এগো তোমার সনে কিসের পিরীতি

পিরীতি গো তোমার সনে কিসের পিরীতি,

একখান পান চাইলাম পান দিলেনা

তোমার সনে কিসের পিরীতি ..


 

Kothai Jabi ( কোথায় জাবি লিরিক্স)


Kothay Jabi Song Is Sung by Samz Vai Bangla Song 2020. Starring: Zaher Alvi And Subha. Music Composed by Tanzil Hasan. Bol Tui Kothay Jabi Lyrics In Bengali Written by Samz Vai.


Song : Kothay Jabi

Singer : Samz Vai

Music : Tanzil Hasan

Lyrics & Tune : Samz Vai

Story & Directed by : Eagle Team

DOP : Rajon Romm

Edit : Imratul Islam

Color: Shamim Hossain

Produced by : Kachi Ahmed

Label : Eagle মুসিচ


Kothay Jabi Song Lyrics In Bengali

কতো কথা আমারো না বলা রয়ে যায়

স্মৃতি গুলো কেন আমাকে কাঁদায়,

জানি না কেন এমন হয় আমারই সাথে

ভালবাসা আমার না পাওয়াই রয়ে যায়।


আমারও তো মনে হয় থাকি তোমার পাশে

কি এমন তোমারও হয় আমায় ভাল বাসিলে,

কেন কর এমন বলনা?

ভালবাসি বলে কেন কর ছলনা?

বল তুই কোথায় যাবি এই আমারে ছাড়ি?

বল আমার মত আর তুই কোথায় পাবি,

কোথায় যাবি? ..


মনে মনে ভেবে আর লাভ নেই আমারও

আমার কেন ইচ্ছা হয় থাকতে পাশে তোমারও।

তবু বুঝিনা কেন জানিনা


 

এ কেমন মায়া তোমারও,

আমাকে রাখে ঘিরে, আসতে চায় ফিরে

তবু পারিনা ফিরতে আমার এ ঘরে,

হারিয়ে যাই বারেবারে তোমার কাছে।


ভালো তো লাগে না,

একা থাকার যন্ত্রনা

তুমারো অই দু চোখে আমার

ভালোবাসার ঠিকানা।

বল তুই কোথায় যাবি

এই আমারে ছাড়ি?

বল আমার মত আর তুই কোথায় পাবি?

কোথায় যাবি? ..


MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget